বিনোদন ডেস্ক: মুঠোফোন দিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চক্রাকার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। নির্মাণ করেছেন রনি ভৌমিক। সম্প্রতি এটি উন্মুক্ত হয়েছে অন্তর্জালে, যা বেশ প্রশংসা কুড়াচ্ছে। রনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং করেছেন ভিভো এক্স ৮০ ৫জি মুঠোফোনের মাধ্যমে। সেই সূত্রে ১২ জুন ছবিটি উন্মুক্ত হয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডেলে। মফস্বলের মধ্যবিত্ত পরিবারের এক মা ও ছেলের মধ্যকার সম্পর্ক এবং আলঝেইমারে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপট নিয়ে আবর্তিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটির গল্প। ‘চক্রাকার’-এ আফসানা মিমি ছাড়াও অভিনয় করেছেন নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান।