সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

পাকিস্তানি পুলিশকে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত

পাকিস্তানি পুলিশকে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক:

একের পর এক বিতর্ক যেন রাখি সাওয়ান্তের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে তুলকালাম রীতিমতো শিরোনামে উঠে আসে বার বার। এর আগে দাম্পত্য জীবন নিয়ে তুমুল আলোচনায় ছিলেন। প্রেম, বিয়ে, ধর্মান্তরিত হওয়া, এরপর স্বামীর বিরুদ্ধে মামলা, জল একেবারে ঘোলা করে শেষ পর্যন্ত বিচ্ছেদ।

এবার নতুন বছরে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাখি সাওয়ান্ত। নিজেই সে কথা জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এবার আর দেশের ছেলে নয়, সোজা পাকিস্তানি পাত্র বেছে নিয়েছেন এই তারকা।

জানা গেছে, পাত্র নাকি পাকিস্তানের বাসিন্দা দোদি খান ৷ পেশায় অভিনেতা এবং পুলিশকর্মী। রাখি সাওয়ান্ত সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন। এরপরেই তার বিয়ে নিয়ে চর্চা শুরু হয়। তিনি নাকি পাকিস্তানের পুত্রবধূ হতে চলেছেন! ইতিমধ্যে পাকিস্তানে নিজের জন্য বরও খুঁজেছেন রাখি।

রাখি সাওয়ান্ত সম্প্রতি জানিয়েছেন তিনি পাকিস্তানি অভিনেতা তথা পুলিশ অফিসার দোদি খানের প্রেমে পড়েছেন। নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন শীঘ্রই তাঁদের বিয়ের পরিকল্পনা আছে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই চর্চা শোনা যাচ্ছে রাখির তৃতীয় বিয়ে নিয়ে। তিনি এদিন আরও জানান যে তারা দুজন একে অন্যকে পাগলের মতো ভালোবাসেন।

একজন পাকিস্তানি, একজন ভারতীয় হলেও তাদের লাভ ম্যারেজ করারই পরিকল্পনা আছে। রাখি সাওয়ান্ত আরো জানিয়েছেন, তিনি তাঁর প্রেমিক দোদি খানকে বিয়ে করবেন পাকিস্তানের মাটিতেই। তাদের রিসেপশন হবে ভারতে এবং হানিমুন হবে সুইৎজারল্যান্ড বা নেদারল্যান্ডসে। দুবাইয়ের হোটেলে থাকবেন তারা। এদিকে, দোদি খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাখিকে জিজ্ঞাসা করেন, বরযাত্রী কোথায় নিয়ে যেতে হবে। এই ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

রাখি সাওয়ান্ত এর আগে দুই বার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথম বিয়ে হয়েছিল রিতেশ সিংয়ের সঙ্গে। দ্বিতীয়বার তিনি বিয়ে সারেন আদিল খান দুররানির সঙ্গে। দুটি সংসারেই চরম বিতর্ক সৃষ্টি করে বিচ্ছেদ করেন রাখি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877