বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

উইমেন্স কমিটি চেয়ার হলেন ‘আদন ইসলাম’
স্বদেশ রিপোর্ট: অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) কুইন্স চ্যাপ্টারের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয় । নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন হারজিৎ মিনহাস এবং উইমেন্স কমিটির চেয়ার হিসেবে আদন ইসলামকে মনোনীত করা হয়।
অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রার্থী ও কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি উইমেন অ্যালিসিয়া হেন্ডম্যান, ক্যাটালিনা ক্রুজ, কাউন্সিলম্যান ডোনোভান রিচার্ডস, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রার্থী মিনা মালিক, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও জাতীয় কমিটির সভাপতি মাফ মিসবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক মো. করিম চৌধুরী, মহিলা কমিটির চেয়ারম্যান সাহানা বেগম, করেসপন্ডিং সেক্রেটারি জেড মাতালন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক খসরু প্রমুখ।
নবগঠিত অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ২০১৯-২০ কমিটির অন্য কর্মকর্তারা হলেন যথাক্রমে: নির্বাহী সহসভাপতি এ কে এম নুরুল হক, করেসপন্ডিং সেক্রেটারি ভেরোনিকা হোসেন, ট্রেজারার কাজী এফ আহমেদ, নির্বাহী পরিচালক মো. সাবুল উদ্দিন, সাংগঠনিক পরিচালক শাহ ই আহমেদ, উইমেন্স কমিটি চেয়ার আদন ইসলাম, ইমিগ্রেশন ডাইরেক্টর আরিফ আহমেদ চৌধুরী, পলিটিক্যাল অ্যাকশন ডাইরেক্টর সুলতানা খানম, সহসভাপতি মো. জহিরুল হক, রিচি এম লিপকোভিটস, শিথাল সি বিশ্বাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান, অজয় কে চক্রবর্তী, স্বপন কে দেবনাথ, মিন খাদকা, দিলি রাম ধুনগানা, জাহিদ হোসেন, মো. এন ভূঁইয়া, আলীনুর উল্লাহ, মো. আমির হোসেন, মনসুর উদ্দিন আহমেদ, শফিক বেগ, রানা দাস ও সৈয়দ আদনান বুখারি। ট্রাস্টি বোর্ডে রয়েছেন চেয়ারম্যান অধ্যাপক মহসীন ইউ পাটোয়ারি, সদস্য ওমর ফারুক খসরু, আহসানুল হক, সোমা সাঈদ, লীলা মারেট, মুহাম্মদ আজিজুর রহমান, কাজী এম হোসেন, সাহানা বেগম ও মাফ মিসবাহ উদ্দিন।
উইমেন্স কমিটিতে রয়েছেন চেয়ার আদন ইসলাম, কো-চেয়ার ফেরদৌসী আকতার, সাবিহ সুলতানা জনি, জামিলা এ উদ্দিন, লীলা মারেট, সোমা সাঈদ, সুলতানা খানম, ভেরোনিকা হোসেন, আম্বিয়া আন্তরা, নুরুন এন হক, শান্তা থাপা, তামান্না ইয়াসমিন, বকুল রানী দেবনাথ, রৌশন বেগম, শাকিরা আলম, নিলুফার মহসিন ও রুমেজা খালেক। ইয়ুথ কমিটিতে রয়েছেন চেয়ার মো. ইসমাইল হোসেন স্বপন, কো-অর্ডিনেটর আশেক এ উদ্দিন, মো. সুলতান মাহমুদ, মো. মনিরুল ইসলাম, শমির ফারুক, খন্দকার রেজাউল করিম, মির্জা সাইফুল ইসলাম, রৌশন বেগম, আদেল সৈয়দ ও সামিরন ভূঁইয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ