বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

স্বৈরশাসক আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা, সংবিধান স্থগিত

স্বৈরশাসক আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা, সংবিধান স্থগিত

স্বদেশ ডেস্ক:

অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে এ সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টিও বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলো বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার (এসএএনএ) বরাতে আজ বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার সানার খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করবে।

সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দিয়েছেন। দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি।

মুখপাত্র গনি বলেন, ‘সশস্ত্র বাহিনী বিলুপ্ত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে।’ সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আবদেল গনি। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশারের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু হয়। শুরুতে তরুণদের বিক্ষোভ হিসেবে যাত্রা শুরু করা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে।

এবার গত ৮ ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে রাশিয়ায় যান সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877