বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় পেছাল

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় পেছাল

স্বদেশ ডেস্ক:

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল। তবে, রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে এ তারিখ ধার্য করা হয়। এ তথ্য জানিয়েছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

অভিযুক্ত জি কে শামীম কারাগারে আছেন এবং তার মা আয়েশা আক্তার পলাতক।

গত ২২ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন আদালত।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাহউদ্দিন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877