বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে : পলক মৃত্যু গুজবের মধ্যেই শাজাহান-আমুর পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী পান্না কথা একটাই, আইন অনুযায়ী চলেন: ডিসিদের আইন উপদেষ্টা আ. লীগের কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, জানালেন আসিফ মাহমুদ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই অভ্যুত্থান যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক কমিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা ও প্রকল্প বাস্তবায়নের দাবিতে পদযাত্রা চলছে উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন নির্বাচনে যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে : তারেক রহমান
‘আল্লাহর ওয়াস্তে একটু ছেড়ে দেন আমাকে’

‘আল্লাহর ওয়াস্তে একটু ছেড়ে দেন আমাকে’

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি। নানা সময় নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান তার। কখনো ব্যক্তিগত, কখনো সাংসারিক জীবন, কখনো ফেসবুক পোস্ট, আবার কখনো কাউকে জড়িয়ে পরিমণিকে নিয়ে মিডিয়ায় গুঞ্জন, কোলাহল।

প্রথম প্রথম এসবকিছু মেনে নিলেও এখন তার আর ভাল লাগছে না। সহ্যের বাইরে চলে গেছে তাকে ঘিরে সব আলোচনা-সমালোচনা। মূলত নিজের ব্যক্তিগত জীবনকে নিজের কাছে রাখতেই বেশি ভালবাসেন তিনি। একজন নায়িকা হিসেবে সফল ক্যারিয়ারের বাইরেও এই সমাজের একজন মানুষ হিসেবে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তার। এমনই উপলব্ধিমূলক এক ইঙ্গিত পাওয়া গেল তার এবারের স্ট্যাটাসে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে আলোচিত এই নায়িকা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেন।

চিত্রনায়িকা পরিমণির স্ট্যাটাসটি ‘আমাদের সময়’ পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।

যেমন- ১।পরী,আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? বা পাশাপাশি গনমাধ্যমে আপনাকে নিয়ে এতো সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২। আপনার কাজের থেকে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরো একটু আগে চলে যাই,যেমন- শাবানা, ববিতা, কবরী , রজিনা’দের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?

৪……নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে।

কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার।

আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে…

বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল কেরিয়ার এর থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চ টা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!

গত তিন/চারটা মাস আমার জীবনের সব থেকে কঠিন সময় পার করেছি আমি। কেন / কি জন্যে সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।

আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি – হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877