মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

স্থগিত কনসার্ট, অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা

স্থগিত কনসার্ট, অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা

স্বদেশ ডেস্ক:

সদ্যই শুরু হয়েছে কলম্বিয়ান খ্যাতিমান শিল্পী শাকিরার Las Mujeres Ya No Lloran ট্যুর। তবে ট্যুর শুরু করার মাত্র কিছুদিনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এই গায়িকা। শুধু তাই নয়, প্রচণ্ড পেট ব্যথার কারণে তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়েছে। পিছিয়ে দিতে হয়েছে পেরুতে অনুষ্ঠিত হতে চলা কনসার্ট।

শনিবার রাতে তাকে হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন, তার চিকিৎসা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নিজেই এসব খবর জানিয়েছেন ৪৮ বছরের এই গায়িকা।

এদিন শাকিরা এক্স হ্যান্ডেল এই তারকা লিখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’

গায়িকা আরও জানান, ডাক্তাররা তাকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন।

শাকিরা আরও জানিয়ে দেন এভাবে শো পিছিয়ে দেওয়াতে তিনি ভীষণ দুঃখিত। কারণ তিনি মুখিয়ে ছিলেন তার পেরুর অনুরাগীদের জন্য। তাদের সামনে পারফর্ম করার জন্য। তবে তিনি আশ্বস্ত করেছেন, তার টিম এবং কনসার্টের প্রচারকরা নতুন ডেট কবে ফেলা হবে শোয়ের জন্য সেটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন।

এই বিষয়ে তিনি আরও জানান, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

তবে যতই স্বাস্থ্য খারাপ হোক, হাসপাতালে চিকিৎসাধীন থাকুন না কেন, শাকিরা জানিয়েছেন যে তিনি আশাবাদী। তিনি শীঘ্রই স্টেজে ফিরবেন। তিনি আশা করছেন, ১৭ ফেব্রুয়ারির মধ্যেই ছাড়া পেয়ে যাবেন। তারপর আবার তিনি তার এই সুরেলা সফর শুরু করে দেবেন। যদিও সবটা ঠিক থাকে তাহলে পুনর্নির্ধারিত সময়ই পেরুতে পারফর্ম করবেন। তারপর কলম্বিয়ায় যাবেন তার পরবর্তী একাধিক শোয়ের জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877