বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ভারতে অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতে অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক:

ভারতে অ্যাপার্টমেন্ট থেকে মোহনা মন্ডল নামের এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির গুজরাটের এম এস বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। ভদোদরার রাওপুরা এলাকায় নর্মদা অ্যাপার্টমেন্টে একাই থাকতেন ২০ বছর বয়সী ওই শিক্ষার্থী। সেখানেই ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

দেশটির পুলিশের দাবি, একটি সুইসাইড নোট রেখে গেছেন ওই শিক্ষার্থী। যেখানে তিনি এই চরম পদক্ষেপ নিতে চলেছেন বলে জানান। যদিও তার এই মৃত্যুর জন্য কাউকেই তিনি দায়ী করে যাননি। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে স্পষ্ট করে সুইসাইড নোটে উল্লেখ নেই। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

সেখানকার রাওপুরা পুলিশ থানার কর্মকর্তা কুলদীপ সিং যাদব জানিয়েছেন, আমরা ওই বাংলাদেশি ছাত্রীর সহপাঠীদের জিজ্ঞাসা করেছি কিন্তু তাদের কাছেও কোনো তথ্য নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পড়াশোনা নিয়ে ওই ছাত্রী যথেষ্ট মানসিক চাপে ছিলেন। যদিও আমরা মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখছি।

গত বছরই বাংলাদেশ থেকে গুজরাটের ভদোদরায় এম এস বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হয়েছিলেন মোহনা।

জানা গেছে, মঙ্গলবারই ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের প্রথম দিনের পরীক্ষা ছিল কিন্তু সেই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোহনা। স্বাভাবিকভাবেই তার বাংলাদেশি সহপাঠীরা উদ্বিগ্ন ছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পর মোহনার মোবাইলে ফোন করলেও তারও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না।

অন্যদিকে মোহনার পরিবারের লোকজনও চিন্তিত ছিলেন। তারাও মোহনাকে ফোন করে ব্যর্থ হন। ফলে বাংলাদেশ থেকে মোহনার পরিবারের ফোন আসে তাদের সহপাঠীদের কাছে। এরপর কিছু অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত পেয়েই মঙ্গলবার রাতে মোহনার অ্যাপার্টমেন্টে পৌঁছান তার সহপাঠীরা। প্রথমে বাইরে থেকে তার ঘরের দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া আসেনি। এরপরই ওই ঘরের দরজা ভাঙ্গা হয় এবং ভেতরে ঢুকতেই মোহনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা কুলদীপ সিং যাদব বলেন, আমরা বিষয়টি এম এস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশে ওই ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ রাখছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

সহকারী পুলিশ কমিশনার অশোক রাতাভা জানিয়েছেন, এম এস বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত এক বাংলাদেশি ছাত্রীর আত্মহত্যার খবর পেয়েই পুলিশের একটি দল সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। পরে রাওপুরা পুলিশ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বুধবার মোহনার পোস্টমর্টেম রিপোর্ট আসে, তাতে শ্বাসরোধের কারণে মারা গেছে বলে উল্লেখ করা হয়। সম্ভবত ঝুলে থাকার কারণে এই শ্বাসরোধ এবং মৃত্যু বলে মনে করা হচ্ছে।

মোহনার এক বাংলাদেশি সহপাঠী বলেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯০% নাম্বার নিয়ে পাস করেছিল মোহনা। এরপর গত বছরের সেপ্টেম্বরে এম এস বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন। প্রথমে সকলের সাথে হোস্টেলে থাকলেও পরে রাওপুরায় নর্মদা আপ্যার্টমেন্টে একা থাকতে শুরু করেন।’

ওই সহপাঠী আরও জানান, পড়াশোনা নিয়ে মোহনা বেশ কিছুটা চাপে ছিলেন। পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন কি না, তা নিয়েও বেশ কিছুটা মানসিক চাপে ছিলেন মোহনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877