বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

সচিবালয়ে যেতে বাধা, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়কে অবস্থান

সচিবালয়ে যেতে বাধা, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়কে অবস্থান

স্বদেশ ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ পরিবারের প্রায় ২২০০ জন সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে শিক্ষাভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

জানা গেছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আন্দোলন করছেন। সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা।

তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোশনালে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।’

আন্দোলনে অংশ নেওয়া আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম, তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের দাবি-দাওয়া তুলে ধরেছিলাম।’

তিনি বলেন, ‘এরপর আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের কাগজপত্র দেখেন বলেন আমাদের দাবি যৌক্তিক। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।’

ওই পুলিশ সদস্য আরও বলেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন তখন বলেছিলেন যে, আন্দোলনরতদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের চাকরি ফিরিয়ে দেবেন। উনার সে আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু একে একে দিন পার হতে থাকে, কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারও আন্দোলনে নেমেছি। আমাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করব না।’

এদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা শিক্ষা ভবনের সামনে রাস্তা বন্ধ করে বসে আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877