বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

করোনায় প্রাণ হারালেন ডা. মেসের আহমেদ

করোনায় প্রাণ হারালেন ডা. মেসের আহমেদ

স্বদেশ রিপোর্ট : কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি ডা. মেসের আহমেদ (ডিডিএস, পিএইচডি) আর নেই। সোমবার (১৮ জানুয়ারী) রাতে নর্থশোর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। করোনায় আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালেই চকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বরিশাল জেলার মেহেনদীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সন্তান ডা. মেসের আহমেদ ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডিগ্রী নেয়ার পর রাশিয়ার থার্ড ডেন্টাল ইউনিভাসিটি থেকে পিএইচপি ডিগ্রী নেন। রাশিয়ায় লেখাপড়া শেষ করে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্র আগমন করেন। তিনি নিউইয়র্কে বসবাস করতেন এবং জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রিটে প্রাকটিস শুরু করেন।
ব্যক্তিগত জীবনে ডা. মেসের আহমেদ সংস্কৃতিমনা ছিলেন। তার গানের সিডিও প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ সহ বিভিন্ন সংগঠনের পৃষ্টপোষকও ছিলেন। তিনি নিউইয়র্কের এস্টোরিয়া ও জ্যাকসন হাইটসে বসবাস করার পর লং আইল্যান্ডে বাড়ী ক্রয় করে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877