শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
রাজশাহীতে সড়কে প্রাণ গেল ৩ বাইক আরোহীর

রাজশাহীতে সড়কে প্রাণ গেল ৩ বাইক আরোহীর

স্বদেশ ডেস্ক:

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামে আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) ও একই গ্রামের আসাব আলীর ছেলে পলাশ (১৫)। আহতের নাম সন্তু (৩০)। তিনি বাথইল গ্রামের নিরেনের ছেলে।

মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই মোটরসাইকেল চার আরোহী বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কালিতলা এলাকায় তাদের পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন মারা যান।

তিনি বলেন, আহত একজনকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

মোহনপুর থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877