শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় নাগরিকের মলত্যাগের ভাইরাল ছবিটি ভুয়া!

নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় নাগরিকের মলত্যাগের ভাইরাল ছবিটি ভুয়া!

স্বদেশ ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় অজয় মিশ্রের মলত্যাগের ছবিযুক্ত পোস্টটি ভুয়া। পোস্টটি শেয়ার করে ব্যবহারকারীরা লিখেছেন, ‘অজয় মিশ্র নিউ ইয়র্ক এয়ারপোর্টে প্রকাশ্যে মলত্যাগ করার জন্য ৮৫ ডলার জরিমানা দিয়েছেন। তিনি একজন আইটি বিশেষজ্ঞ এবং এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন।’

ফ্যাক্ট চেক তদন্তের সময় ডিএফআরএসি (DFRAC) দাবি করেন, এই তথ্যটি মিথ্যা। আমরা পোস্টটির সঙ্গে সম্পর্কিত বেশকিছু মিডিয়া প্রতিবেদন পেয়েছি। সিএনএ-এর একটি প্রতিবেদনে (যা ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত হয়) বলা হয়েছে, ভারতীয় নাগরিক রামু চিন্নারাসা (৩৭) পরিবেশগত জনস্বাস্থ্য (পাবলিক ক্লিনজিং) বিধিমালার অধীনে একটি পাবলিক স্থানে মলত্যাগের অভিযোগ স্বীকার করেছেন। আদালতে বলা হয়, রামু যিনি সিঙ্গাপুরে কর্মী ভিসায় ছিলেন। গত বছরের ২৯ অক্টোবর তিন বোতল শক্তিশালী মদ পান করেছিলেন।

এর পাশাপাশি, আমরা হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনও পেয়েছি যা ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘একজন ৩৭ বছর-বয়সী ভারতীয় নির্মাণকর্মী সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস শপিং মলের প্রবেশদ্বারের বাইরে মলত্যাগের জন্য ৪০০ ডলার  (প্রায় ২৫০০০ রুপি) জরিমানা দেন। রামু চিন্নারাসা ওই সময় আদালতে হাজির হন এবং পরিবেশগত জনস্বাস্থ্য বিধিমালার অধীনে অপরাধ স্বীকার করেন।’

ডিএফআরএসি-এর ফ্যাক্ট চেক থেকে স্পষ্ট যে ভাইরাল পোস্টে অজয় মিশ্র সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা মিথ্যা। যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, তা আসলে ভারতীয় নাগরিক রামু চিন্নারাসার সাথে যুক্ত, যিনি সিঙ্গাপুরে জরিমানা প্রদান করেছিলেন কিন্তু নিউ ইয়র্কে নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877