রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত বেড়ে ১৫, হামলাকারীর পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত বেড়ে ১৫, হামলাকারীর পরিচয় প্রকাশ

স্বদেশ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় নিউ অরলিন্স শহরের ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন বছর উদযাপনের সময় ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটে সেটি জনপ্রিয় পর্যটন এলাকা।

শহরের অষ্টম জেলার ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে এ গণহত্যা চালানো হয়। পরে ট্রাকটির চালক বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

এ হামলায় ইসলামিক স্টেটসের (আইএস) সম্পৃক্ততরা রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দাদের একাংশ। ঘাতক যে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন, সেই গাড়ি থেকেই মিলেছে আইএসের পতাকা।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, পতাকা ছাড়াও ওই গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে।

এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করেন তিনি।

তবে এফবিআই মনে করছে, এই হামলার নেপথ্যে তিনি একা নন, আরো অনেকে জড়িত।
সূত্র : আল জাজিরা, আনন্দবাজার ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877