শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
যুক্তরাষ্ট্রে গাড়ি হামলা; কে এই সন্দেহভাজন জব্বার?

যুক্তরাষ্ট্রে গাড়ি হামলা; কে এই সন্দেহভাজন জব্বার?

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৫-এ উন্নীত হয়েছে। এ সময় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই।

এএফপি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।

শামসুদ-দীন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, শামসুদ-দীন জব্বার দুবার গ্রেফতার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেফতার হন তিনি। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয় তাকে।

ঘটনাটির তদন্তে নেমেছে এফবিআই। শামসুদ-দীন জব্বারের কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র সিএনএনের কাছে দাবি করেছে, হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও জানা জব্বার দুইবার বিয়ে করেন এবং তার দ্বিতীয় বিয়ের পর আর্থিক সমস্যা শুরু হয়। তিনি ১৬,০০০ ডলারের ঋণে জর্জরিত। একইসাথে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে ২৮,০০০ ডলার ক্ষতি হয়েছিলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জব্বারকে ২০০২ সালে চুরির জন্য এবং ২০০৫ সালে অবৈধ ড্রাইভিংয়ের জন্য গ্রেফতার করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877