হাকিকুল ইসলাম : সাংবাদিক ও লেখক কামরুল হাসান বাবলু (৭০) গত ২৫ মে মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাশন বিভাগের সাবেক শিক্ষার্থী, মুক্তমনের মানুষ ছিলেন । বনশ্রী কবরস্থানে গত ২৬ মে দাফন তাকে করা হয় । কামরুল হাসান বাবলু মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে যান। কন্যা কানাডায় টরেন্টোতে বসবাস করে ।তিনি ভাল আবৃত্তি, গ্রুপ থিয়েটার আন্দোলনের নেতা, শিল্পকলার নিয়মিত অভিনয় শিল্পি ছিলেন । আমেরিকান প্রবাসী লেখক জসীম উদ্দীনের “দ্য আমেরিকান ড্রিম “ মুভির প্রজেক্ট কোডিনেটর, সাদামনের মানুষ, ভদ্র মার্জিত ব্যবহার সবাইকে আকৃষ্ট করে ছিলেন । তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লেখক জসীম উদ্দীন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহ উদ্দীন এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবিসহ আরো অনেকে।