বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

নিউইয়র্কে কনস্যুলেটের উদ্যোগে বাংলাদেশি ডাক্তার দিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা

নিউইয়র্কে কনস্যুলেটের উদ্যোগে বাংলাদেশি ডাক্তার দিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা

সোমবার নিউইয়র্কের এক বাংলাদেশি নারী জরুরি স্বাস্থ্যসেবা পাচ্ছিলেন না। উচ্চমাত্রার ডায়াবেটিকসে আক্রান্ত ওই নারী কোনো ভাবেই তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেননি। জানা যায়, তার পিসিপি (প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান) করোনা পরিস্থিতিতে ডক্টরস অফিস বন্ধ করে লাপাত্তা হয়েছেন। পরে অন্য এক বাংলাদেশি চিকিৎসক তার চেম্বার খুলে তাকে ইনস্যুলিন প্রয়োগ করলে তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ অভিজ্ঞতা থেকে নিউইয়র্ক কনস্যুলেট জরুরি পরিস্থিতিতে বাংলাদেশিরা যেন সঠিক চিকিৎসা পান এজন্য ৮জন বাংলাদেশি ডাক্তারদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করেছেন। বাংলাদেশি চিকিৎসকেরা এতে স্বেচ্ছায় চিকিৎসা দিতে রাজী হন।

কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, নিউইয়র্ক-এর ফেইসবুক পেইজ facebook.com/gobdcgny/ এবং ওয়েব সাইটে www.bdcgny.org গিয়ে চিকিৎসকদের নাম ও তাদের ফোন নম্বর পাওয়া যাবে।

এই পোস্টের সাথেও সংযুক্ত ছবিতে চিকিৎসকদের তালিকাটি দেওয়া হলো। এ বিষয়ে সময় সংবাদের রিপোর্টে বিস্তারিত রয়েছে।

অত্যন্ত প্রয়োজনীয় এই তথ্যটি নিউ ইয়র্কে বাংলাদেশি সবাইকে জানাতে পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877