বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

সিলেটে এক কমলার দাম ২ লাখ টাকা!

সিলেটে এক কমলার দাম ২ লাখ টাকা!

স্বদেশ ডেস্ক:

সিলেটে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। গোলাপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে নিলামে কমলাটি এ দামে বিক্রি হয়। শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আসা আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।আরও জানা যায়, অন্যান্য পণ্যের সঙ্গে কমলাটি নিলাম ডাকা হয়। ফলটি ক্রয় করার জন্য মদিনা ইউনিভার্সিটির সাবেক ডিন ইয়াকুব দেহলভী প্রথমে ৫০০০ হাজার টাকা দাম করেন। নিলামে আরও অনেকে কমলাটি ক্রয় করার জন্য পর্যায়ক্রমে দাম করতে থাকেন। প্রায় আধাঘণ্টাব্যাপী নিলাম চলাকালে এক পর্যায়ে সর্বোচ্চ দাম দুই লাখ টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন কমলাটি ক্রয় করেন।

এ সময় অনেকে এই নিলামের ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রশংসা করে অনেকেই নিজের আইডিতে পোস্ট করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাবেদুর রহমান ফারহান বলেন, মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে একটি কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877