বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

কিংবদন্তিদের পাশে মেসি

কিংবদন্তিদের পাশে মেসি

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়েছেন লিওনেল মেসি।

রোববার কাতারে বিশ্বকাপ জয়ের আগে ফুটবল ক্যারিয়ারে এমন কোন পুরস্কার বাদ নেই যেটা মেসি জেতেননি। তার ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের যে অপূর্ণতা ছিল সেটা রোববার পূর্ণ করেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

এদিন শিরোপা জয়ের মধ্য দিয়ে কিংবদন্তি জিনেদিন জিদান, রোনালদিনহো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারদের স্পর্শ করলেন মেসি।

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি‘অর জেতা বিশ্ব ফুটবলের নবম তারকা হলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

এর আগে এই নজির গড়েছেন-
১. ববি চার্লটন: ১৯৬৬ বিশ্বকাপ এবং ব্যালন ডি’অর জয় । ১৯৬৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপীয়ান কাপ জয়।

২. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার: ১৯৭৪ সালে বিশ্বকাপ জয়। ১৯৭৪, ৭৫ এবং ৭৬ বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপীয়ান কাপ জয়। ১৯৭২ এবং ৭৬ ব্যালন ডি’অর জয়।

৩. গার্ড মুলার: ১৯৭৪ বিশ্বকাপ জয়। ১৯৭০ ব্যালন ডি’অর জয়। ১৯৭৪, ৭৫, ৭৬ বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপীয়ান কাপ জয়।

৪. পাওলো রোসি: ১৯৮২ বিশ্বকাপ এবং ব্যালন ডি’অর জয়। ১৯৮৫ জুভেন্টাসের হয়ে ইউরোপীয়ান কাপ জয়।

৫. জিনেদিন জিদান: ১৯৯৮ বিশ্বকাপ এবং ব্যালন ডি’অর জয়। ২০০২ রিয়েল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়।

৬. রিভাল্ডো: ১৯৯৯ ব্যালন ডি’অর জয়। ২০০২ বিশ্বকাপ জয়। ২০০৩ এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়।

৭. রোনালদিনহো: ২০০২ বিশ্বকাপ এবং ২০০৫ ব্যালন ডি’অর জয়। ২০০৬ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়।

৮. কাকা: ২০০২ বিশ্বকাপ জয়। ২০০৭ সালে ব্যালন ডি’অর এবং এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877