স্বদেশ ডেস্ক:
অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই তিনি অভিমানে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন। তখন বিসিবি তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেয়। তবে শেষ পর্যন্ত একটি ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন শান্ত। তার জায়গায় লিটন দাসের অধিনায়ক হওয়ার জোর সম্ভাবনা আছে।
শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘শান্ত ফাইনালি আমাদের বলে দিয়েছে যে, সে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবে না। আমরা তা মেনে নিয়েছি যেহেতু এই মুহূর্তে আমাদের টি-টোয়েন্টি ম্যাচ নেই। আমাদের হাতে সময় আছে, তাই নতুন অধিনায়কও বাছাই করছি না। ইনজুরি সমস্যা না থাকলে টেস্ট আর ওয়ানডেতে শান্তই নেতৃত্ব দিয়ে যাবে।’
এখন প্রশ্ন হলো, টি-টোয়েন্টির অধিনায়ক কে হবেন? সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ছেড়েছে টিম টাইগার। কিন্তু অনেকদিন ধরেই লিটনের ব্যাটে রান নেই। তিনি রানে ফিরলে অধিনায়ক হওয়ার পথে আর কোনো বাধাই থাকবে না। যদিও লিটনকেই পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে।
বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। সব ঠিক থাকলে ওই সিরিজে লিটনই নামবেন টস করতে। কেউ কেউ আবার সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নামও বলছেন। কিন্তু পেসার হওয়ায় তাসকিন বেশ চোটপ্রবণ। মাঝেমধ্যেই চোট বা বিশ্রামের কারণে তাকে বাইরে থাকতে হয়। অন্যদিকে মিরাজ টি-টোয়েন্টিতে নিয়মিত নন। তাই সব মিলিয়ে লিটনের ওপরেই ভরসা রাখতে পারে বিসিবি।