রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে নারীর জন্য ১০০ আসন চান বদিউল আলম মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত পল্লবীতে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ‘রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই’ যে কারণে অপহরণ করা হয় আজিমপুরের সেই শিশুকে উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা
আতঙ্কে দ্বীপবাসী………..!!!

আতঙ্কে দ্বীপবাসী………..!!!

স্বদেশ ডেস্ক: মোরগের মতো একটা নিরীহ পাখি কিইবা এমন করতে পারে। কিন্তু ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের কাছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন জারসি দ্বীপে মোরগের উৎপাতে আতঙ্কে আছেন স্থানীয়রা। কতকগুলো বনমোরগ তাদের সড়ক অবরোধ করছে, বাগানে হামলা করছে। এমনকি সকালে হাঁটতে বের হওয়া মানুষজনকেও তাড়া করে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বনমোরগগুলো প্রতিনিয়ত উৎপাত করছে জারসি দ্বীপের বাসিন্দাদের। ওই দ্বীপে কোনো শিয়াল না থাকায় মুরগিগুলোর জন্য এ দ্বীপটি একপ্রকার অভয়ারণ্যেই পরিণত হয়েছে। মাঝ রাতে মুরগিগুলোর চিৎকার-চেঁচামেচিতে মানুষ ঠিকমতো ঘুমাতেও পারছে না বলে জানান তারা।
স্থানীয় সরকারও এ কারণে বেকায়দায় পড়েছে। মুরগিদের উৎপাত ঠেকাতে একবার উদ্যোগও নেওয়া হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায়, জারসি দ্বীপে সাধারণ মানুষকে মুরগিগুলোর হাত থেকে রক্ষা করতে পুলিশ পাহারা দিচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে মুরগিগুলো দ্বীপেই রাখার পক্ষে। জারসি দ্বীপের পরিবেশমন্ত্রী জন ইয়ং বলেছেন, বড়সংখ্যক একদল মুরগির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। চলতি বছর এরই মধ্যে তার কাছে মুরগিগুলোর বিরুদ্ধে ৪০টির বেশি অভিযোগ এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877