সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

মঙ্গলে পাওয়া গিয়েছে তরল পানি

মঙ্গলে পাওয়া গিয়েছে তরল পানি

স্বদেশ ডেস্ক:

নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের পাথরের নিচে তরল পানির অস্তিত্ব নিশ্চিত করেছেন। এই গবেষণা প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স (পিএনএএস) নামে একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে নাসার ইনসাইট ল্যান্ডার মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করে। এই ল্যান্ডারের সিসমোমিটার নামক যন্ত্রের সাহায্যে মঙ্গলের ভূমিকম্প রেকর্ড করা হয় এবং তার বিশ্লেষণে পাওয়া যায় যে মঙ্গলের পৃষ্ঠের নিচে, প্রায় ৬ থেকে ১২ মাইল গভীরে, তরল পানি রয়েছে।

 

এর আগেও মঙ্গলে পানির অস্তিত্ব পাওয়া গেছে, তবে তা বরফ বা বাষ্প আকারে ছিল। এবার প্রথমবারের মতো মঙ্গলের গভীরে তরল পানির সন্ধান পাওয়া গেল। এটি বিজ্ঞানীদের জন্য একটি বড় আবিষ্কার, কারণ তরল পানি প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বহন করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা এই গবেষণার অন্যতম প্রধান গবেষক।

তিনি বলেন, এই অনুসন্ধান মঙ্গলে প্রাণের খোঁজে আমাদের প্রচেষ্টা এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 

তবে এখনই মঙ্গল গ্রহে মানুষের বসবাস করা সম্ভব নয়, কারণ মঙ্গলের পাথুরে মাটি পৃথিবীর মতো সহজে খনন করা যায় না। এ জন্য গ্রহটি এখনো মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠেনি।

এই আবিষ্কার আমাদেরকে ভবিষ্যতে মঙ্গলের দিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে বাধ্য করবে এবং প্রাণের সন্ধানে মঙ্গল অভিযানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877