স্বদেশ রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা ডেভিড কাইল রিভসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ফেডারেল আদালতে জমা দেওয়া মামলার নথি থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি নর্থ ক্যারোলিনা থেকে ২৭ বছর বয়সী রিভসকে গ্রেপ্তার করা হয়।
সরকারি আইনজীবীরা জানান, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার হোয়াইট হাউজে ফোন করেন রিভস। এসময় তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং আরও কয়েকজনকে হত্যার হুমকি দেন।
একটি ফোন কলে রিভস জানান, তিনি সবাইকে হত্যা করবেন এবং তাদের ‘মাথা কেটে’ নেবেন।
বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় ফেডারেল কোর্টে রিভসকে হাজির করা হয়। আদালত রিভসকে কাস্টডিতে রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হত্যার হুমকি দিয়ে কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এছাড়া, আড়াই লাখ ডলার জরিমানা করা হয়।
সূত্র : রাইজিংবিডি