শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

উত্তরায় গার্ডার পড়ে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

উত্তরায় গার্ডার পড়ে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্বদেশ ডেস্ক:

রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তা এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আজ বিকেলে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কের প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত ও দুইজন আহত হন। নিহতরা হলেন, রুবেল (৫০) ঝর্ণা (২৮) জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহত হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877