বিনোদন ডেস্ক:
এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল চর্চা। এবার সেই বিতর্কের জেরে রণবীরকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশ। জানা গেছে, রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করা হয়েছে থানায়। আগামী ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।
স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসেবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানা পুলিশ। তবে এ ঘটনায় নোটিস পাঠালেও রণবীর তখন বাড়িতে ছিলেন না।
তবে সমালোচনা হলেও রণবীর ঘরণী দীপিকা কিন্তু বরের প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, ‘রণবীর সিং বরাবরই সাহসী। স্কিন দেখাতে উনি কোনোদিনই লজ্জা পাননি।’ যদিও রণবীরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নগ্ন ফটোশুট বিতর্কে অভিনেতার কিছু যায় আসে না। তিনি ইতিবাচক মন্তব্য আঁকড়ে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চান।