স্বদেশ ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে সোমবার ভোররাতে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১০ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে কোচবিহার রাজ্যের ধরলা ব্রিজে রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িতে মিউজিক সিস্টেম পাওয়ার জন্য লাগানো ডিজেল জেনারেটরে শর্ট সার্কিটের কারণে ভ্যানটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
দুর্ঘটনায় ১০ তীর্থযাত্রীদের মধ্যে বেশিরভাগই যুবক যারা ঘটনাস্থলেই মারা গেছেন, আর আহতদেরকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, এ ঘটনায় গাড়িটির মিউজিক সিস্টেম পাওয়ার ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্তে নির্দেশ দেয়া হয়েছে।