স্বদেশ ডেস্ক: ঈদে বাড়ি ফেরার পথে রাজশাহীতে ফারদিন আশারিয়া রাব্বি নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। আজ মঙ্গলবার ভোরে হেতেমখাঁ ও বর্ণালীর মোড় এালাকার মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফারদিন আশারিয়া রাব্বি রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।তিনি দিনাজপুরের পার্বতীপুর থানার মমিনপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাব্বি ট্রেন ধরতে রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। ফজরের আজানের পরই এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তার ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান,মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয়রা খবর দিলে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন,মরদেহ উদ্ধারের সময় মাথার ওপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে অভিযান শুরু হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের আঘাতে রাব্বি নিহত হয়েছেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে ওই এলাকার আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।