স্বদেশ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে সংঘর্ষে শাহ আলম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার উপজেলার বাগানবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
নিহতের ছেলে জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার ভোরবেলা প্রতিবেশী মানারুল ইসলামের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তার বাবা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছেলে বলেন, রবিবার সকালে বাবার মরদেহ বাড়ীতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মানারুলসহ ৬ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে আসামি করে মামলার জন্য থানায় এজাহার দিয়েছি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ছেলে জয়নাল বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।