স্পোর্টস ডেস্ক;
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজিতেই থাকার ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপ্পে। ফলে গত এক বছর ধরে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার যে গুঞ্জন ছিল, সেটা গুঞ্জনই রয়ে গেল।
শনিবার দিনের শেষভাগ থেকে ইউরোপের গণমাধ্যমে এমবাপের সিদ্ধান্ত ‘বদলে যাওয়ার’ খবর প্রকাশ করে। পরে বাংলাদেশ সময় মাঝরাতে পিএসজির দেওয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এমবাপে জানালেন, প্যারিসেই থাকছেন।
লিগে মেসের বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে পার্ক দেস প্রিন্সেসে খেলা শুরুর আগে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি ‘এমবাপে-২০২৫’ লেখা জার্সি হাতে হাসিমুখে জানান প্রিয় খেলোয়াড়ের নতুন চুক্তির খবর।
খেলাইফি বলেন, ‘আমি গর্বভরে আপনাদেরকে সুন্দর একটি খবর দিচ্ছি-কিলিয়ান এমবাপে পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছে।’