স্বদেশ ডেস্ক:
আমেরিকার নিউইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সেখানে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে, যা চলতি বছরের জানুয়ারি থেকে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।
নিউইয়র্ক সিটিতে গত সাত দিনে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। এমন পরিস্থিতিতে মেয়র এরিক অ্যাডামস আরও বেশি মানুষকে টিকা ও বুস্টার ডোজ নেওয়ার জন্য উৎসাহিত করছেন।
অন্যদিকে, একসময় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহার সীমিত করে দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তবে হোয়াইট হাউস কোভিড রেসপন্স কো-অর্ডিনেডর আশিষ ঝা বলেছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। তিনি এখনও বিশ্বাস করেন জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ভাল।
চলতি সপ্তাহের প্রথম দিকে নিউইয়র্ক শহরকে কোভিডের জন্য মধ্যম সতর্কতার স্তরে রাখা হয়েছে। এর চেয়ে বেশি ঝুঁকির সতকর্তা জারির অর্থ হবে ইনডোরেও টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হবে। সূত্র: সিবিএস নিউজ, সিএনএন