বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ভারতের তামিল নাডুর একটি মন্দিরে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৫ জন। আজ বুধবার স্থানীয় সময় সকালে রাজ্যটির থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কালিমেদুর আপ্পার মন্দিরের যে রথে লোকজন দাঁড়িয়ে ছিলেন তা উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে ঘটনাটি ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, মন্দিরের রথটি বাঁক নেওয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হয় আর তখনই সেটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিরুচিরাপাল্লির সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

প্রতি বছর তামিল নাডুতে বার্ষিক রথযাত্রার মেলায় প্রচুর ভক্ত অংশ নেয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

facebook sharing button
twitter sharing button

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877