স্বদেশ ডেস্খ:
ওমিক্রন আতঙ্ক কাটিয়ে চলতি মাসে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় ভারত। গত তিন দিন ধরে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে। তবে গত ২৪ ঘণ্টায় ফের খানিকটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে আরো বেশি করে ভয় ধরাচ্ছে মৃত্যুহার।
এক দিনেই ভারতে কোভিডে মৃত্যু ১ হাজার ২০০-রও বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ওমিক্রনের দাপটে ইতোমধ্যেই বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন পাঁচ লাখের বেশি। তাই সবমিলিয়ে পরিস্থিতি এখনো জটিল।
বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। তবে স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৯২ হাজার ৮২৮। প্রতিদিনই একটু একটু করে কমছে পজিটিভিটি রেট।
এই মুহূর্তে ভারতে ৪.৫৪ শতাংশ করোনা পজিটিভ রেট। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। প্রায় সব রাজ্যেই খুলে গেছে স্কুল-কলেজ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্ষেপ করে জানিয়েছে, করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের আবির্ভাবের পর থেকে এখনো পর্যন্ত বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১৩০ মিলিয়ন ওমিক্রন সংক্রমিতের খবর সামনে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বিশ্বের প্রতিটি প্রান্তে টিকাকরণে একইরকমভাবে জোর দেয়া সম্ভব হলে এবং কোভিডবিধি পালন করা হলে, এই পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করা যেত।