স্বদেশ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরমান (২৩) নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার মেহেরআটি গ্রামে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরমান (২৩) উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, আরমানের অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল রাতে মেহেরআটি গ্রামে অভিযানে যায়। এ সময় সেখানে থাকা সন্ত্রাসীরা র্যাবের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে আরমানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি ও নয়টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্রী ধর্ষণ মামলার আরেক আসামি ইমরানকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে বলেও জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক তারেক আজিজ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় মেয়েটির বাবা পটিয়া থানায় আরমান ও তার ছোট ভাই ইমরানের বিরুদ্ধে মামলা করেন।