মেষ রাশি/ARIES (March 21-April 20)
আজ শরীরে কোথাও আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। বাইরে সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটাবার চেষ্টা করলেও দিনটি ভাল যাবে না।
বৃষ রাশি/ TAURUS (April 21 – May 20)
বিদেশে বাসরত কোনও বন্ধুর ভাল খবর পাওয়ায় আনন্দ। উচ্চতর বিদ্যায় সাফল্য লাভ। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।
মিথুন রাশি / GEMINI (May 21-June 21)
লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।
কর্কট রাশি / CANCER (June 22-July 22)
আজ যাবতীয় কাজের মধ্যেও পুজোপাঠে মন যেতে পারে। কর্মরতা মহিলাদের কাজ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না।
সিংহ রাশি / LEO (July 23-Aug 23)
কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ প্রেমিকার কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।
কন্যা রাশি / VIRGO (Aug 24-Sep 23)
নতুন কোনও কাজের আরম্ভ আর ক’দিন বাদে করাই ভাল হবে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে বদনাম।
তুলা রাশি / LIBRA (Sep 24-Oct 23)
আজ শরীরের কোনও কষ্টকে অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসার দিকে একটু চিন্তা।
বৃশ্চিক রাশি / SCORPIO (Oct 24-Nov 22)
নিরন্তর উদ্যোগ প্রয়োজনীয়। বোধশক্তি মিলিয়ে তারপরেও কাজ করুন। সাফল্য নিশ্চিত করতে হবে। ধৈর্য বজায় রাখুন। জমা অর্থ আজকে কাজে লাগাতে হবে।
ধনু রাশি / SAGITTARIUS (Nov 23-Dec 21)
অস্বস্তি রাখেন না। চিন্তা করলে লাভ নেই, উদ্যম ভাবে কাজ করুন। সমস্যা থাকলে মিটিয়ে নিন। যথেষ্ট পরিমাণে কাজ করতে পারেন। অর্থের অধিকারী হবেন।
মকর রাশি / CAPRICORN (Dec 22-Jan 21)
খুশিতে ভাল থাকবেন। সম্প্রসারিত হলেই আজকে উন্নত হবে। আর্থিক ঝঞ্ঝাট পার হবে। যাদেরকে ভালবাসেন তাদের উপহার দিন। প্রিয়জনকে অতীতের কথা মনে করবেন না।
কুম্ভ রাশি / AQUARIUS (Jan 22-Feb 19)
মানুষের থেকে পরামর্শ নিন, সমস্যার সমাধান পাবেন। ভবিষ্যতের আর্থিক উন্নতি নিয়ে ভাবুন। শক্তিশালী হতে হবে। যারা কাজ সম্পাদন করতে পারেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে নিন।
মীন রাশি / PISCES (Feb 20-Mar 20)
আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে। জ্ঞান আহরণের ভাল দিন। সন্দেহজনক ভাবে কাজ করবেন না। অযথা ঝামেলায় জড়িয়ে লাভ নেই। প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন।