সোমবার, ২৭ মে ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর বায়োপিকে চমক দেখাবে ‘তাঁতি’

বঙ্গবন্ধুর বায়োপিকে চমক দেখাবে ‘তাঁতি’

বিনোদন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রথমবারের মতো তৈরি হচ্ছে চলচ্চিত্র। এটি নির্মাণ করছেন ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ইতোমধ্যে এ ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ছবিটি নিয়ে সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হওয়া এই চলচ্চিত্র বাঙালি জাতি তথা পুরো পৃথিবীর জন্য এক অনন্য উপহার। এ ছবির পোশাক ও ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই পোশাকগুলো নিয়ে কাজ করেছেন বাংলাদেশের ‘তাঁতি’। ইতিহাসের সময়কে ধারণ করে তাঁতের শাড়ির নকশা, রঙ ও রুচির সংমিশ্রণ করে চরিত্রগুলোকে নবরূপ দান করাই ছিল তাদের লক্ষ্য। ‘তাঁতি’ পরিবার সেই লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করেছে বলে নির্মাতা জানান।

সংশ্লিষ্টরা আরও জানান, আন্তর্জাতিকভাবে এই চলচ্চিত্রটি মুক্তির পর তাঁতি সব গ্রাহক ও শুভানুধ্যায়ীর জন্য শাড়িগুলো উন্মুক্ত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত বায়োপিকে সেই সময়কে পর্দায় ফুটিয়ে তুলতে অন্য সব আয়োজনের সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে পোশাক ও অঙ্গসজ্জায়। বঙ্গবন্ধুর সব সময়ের সহযোগী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্র পর্দায় চিত্রায়ণে বড় ভূমিকা পালন করেছে তার ব্যবহৃত শাড়ি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877