সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

স্বদেশ ডেস্ক:

সমালোচনার মুখে সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্মকমিশনের ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো।

নিয়োগ বাতিল করা ছয়জন সদস্য হলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মো: মুনির হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মো: মিজানুর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শাব্বির আহমেদ চৌধুরী ও চিকিৎসক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি ওই ছয়জনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর কয়েকজন সদস্যকে নিয়ে সমালোচনা তৈরি হয়। আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও।

গত ৯ জানুয়ারি সমালোচনার মুখে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877