সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

এবার বাংলাদেশি শীর্ষ কূটনীতিককে তলব করল ভারত

এবার বাংলাদেশি শীর্ষ কূটনীতিককে তলব করল ভারত

স্বদেশ ডেস্ক:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করার পরদিন দিল্লিতে বাংলাদেশি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ-ভারত সম্পর্কে  চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য তাকে ডাকা হয়েছে বলে জানানো হয়।

এর আগে গতকাল রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণলায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল। বাংলাদেশ-ভারত সীমান্তের পাঁচটি এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিয়ে কথা বলতে তাকে তলব করা হয়। তাকে বলা হয়, সীমান্ত অঞ্চলের দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন করছে ভারত।

বাসসের খবর অনুযায়ী, বিকাল ৩টায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন।

তবে নুরাল ইসলামের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কী কথা হয়েছে তা এখনো জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877