স্বদেশ ডেস্ক:
সিকান্দর সিনেমার শ্যুটিংয়ে একের পর এক বাগড়া। শুরুতে সালমান খান পাঁজরে চোট পেলেন। এরপর তাকে দেওয়া হল হত্যার হুমকি। বলিউড ভাইজানের চারস্তরের নিরাপত্তার পর শ্যুট শুরু হলেও আবার বড় বাধা। এবার চোটে পড়েছেন নায়িকা রাশমিকা মান্দানা। দক্ষিণী অভিনেত্রীর চোট একটু বেশিই। পায়ে এতটা ব্যথা পেয়েছেন যে প্লাস্টার করার প্রয়োজন পড়েছে।
রাশমিকা চোট পেয়েছেন পায়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই নিশ্চিত করেছেন। লম্বা পোস্টে নিজের অবস্থা, সেরে ওঠার চেষ্টার পাশাপাশি রাশমিকা ক্ষমা চেয়েছেন পরিচালকদের কাছ থেকে। ‘সিকান্দার’ ছাড়াও তার জন্য শ্যুট বিলম্ব হচ্ছে আরও দুই মুভির।
আল্লু অর্জুনের ‘পুষ্পা’র নায়িকা চোট পাওয়া সেই ছবি প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ.. আমার জন্য মনে হচ্ছে এটাই নতুন বছর। জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি। এবার খালি সুস্থ হওয়ার আশা করছি। জানি না কয়েকটা সপ্তাহ লাগবে নাকি কয়েকটা মাস লাগবে। জানি না কবে আমার ‘থামা’, ‘সিকান্দার’ আর ‘কুবেরা’র শুটিং ফ্লোরে ফিরতে পারব। এই অনর্থক দেরিটা হওয়ার জন্য আমার সব পরিচালকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পা টা একটু ঠিক হয়ে গেলেই, অন্তত একটু চলার মতো হলেই আবার শুটিং ফ্লোরে ফিরব কথা দিচ্ছি।’
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পায়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা। প্লাস্টার করতে হয়েছে তাকে। তবে কবে নাগাদ সেরে উঠতে পারেন অভিনেত্রী, তা জানা যায়নি।