শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

স্বদেশ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের ৫ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা হলো- সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২৮ নভেম্বর ৩য় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী আবদুর রব।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের মো. মাইনুদ্দিন।

মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সে সময় রামদা ও লাঠি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। এই বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। যদি কেউ কোনো অভিযোগ অথবা মামলা করেন অবশ্যই ব্যবস্থা নেব।

এবিষয়ে ইউপি সদস্য প্রার্থী আবদুর রব সাংবাদিকদের জানান, বলেন, মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।

অপর ইউপি সদস্য প্রার্থী মাইনুদ্দিন বলেন, নির্বাচন প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877