শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তিতে রাজধানীবাসী গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান চায় চীন বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দলে যাদের রাখলেন ওয়াকার
যাচ্ছে ‘ন ডরাই’, আসছে ‘গোলন্দাজ’

যাচ্ছে ‘ন ডরাই’, আসছে ‘গোলন্দাজ’

বিনোদন ডেস্ক:

সাফটা চুক্তির আওতায় এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব অভিনীত কলকাতার সিনেমা ‘গোলন্দাজ’। আর এর বিনিময়ে কলকাতায় রপ্তানি করা হয়েছে ‘ন ডরাই’ সিনেমাটি। তথ্যটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, সব ঠিক থাকলে আমরা ১৯ নভেন্বর সিনেমাটি মুক্তি দিতে চাই। কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেবের ‘গোলন্দাজ’, বাংলাদেশে আমদানি করেছে শো মোশন লিমিটেডের ব্যানারে স্টার সিনেপ্লেক্স।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশের সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘গোলন্দাজ’।

ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন ও তদানীন্তন সময়ের ফুটবল চর্চা অবলম্বনে নির্মিত সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে কলকাতায় মুক্তি পেয়েছে ১০ অক্টোবর। ধ্রুব ব্যানার্জি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে দুই কোটিরও বেশি টাকা।

অন্যদিকে ‘ন ডরাই’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা। এটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজসহ অনেকে। সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877