শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ সপ্তাহ ধরে রেটিংয়ে শীর্ষে ‘কুইন অব টিয়ারস’

৭ সপ্তাহ ধরে রেটিংয়ে শীর্ষে ‘কুইন অব টিয়ারস’

স্বদেশ ডেস্ক

মুক্তির পর থেকেই ছিল আলোচনায়। তবে সেই আলোচনার গণ্ডি পেরিয়ে এখন বহুল আলোচিত সিরিজে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়ার এ বছরের সবচেয়ে হিট সিরিজ ‘কুইন অব টিয়ারস’। কিম সু হিউন এবং কিম জি ওয়ান অভিনীত কুইন অফ টিয়ারস সাপ্তাহিক রেটিংয়ে ধারাবাহিকভাবে ২০ শতাংশ বেঞ্চমার্ক ধরে রেখে এখনো রাজত্ব করে চলেছে। ইতোমধ্যে, এক্সো সুহো-এর ‘মিসিং ক্রাউন প্রিন্স’ এবং এমবিসি-এর নতুন ড্রামা ‘চিফ ডিটেকটিভ ১৯৫৮’ ও তাদের নতুন প্লট এবং স্থিতিশীল রেটিং দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে।

তবে কুইন অফ টিয়ারস এখনও রেটিংয়ের শীর্ষে রয়েছে। টানা ৭ সপ্তাহ ধরে রেটিংয়ে শীর্ষে ড্রামা সিরিজটি। 

নিলসন কোরিয়ার সূত্র মতে, ২০ এপ্রিল টিভিএন-এর জনপ্রিয় ড্রামাটির ১৩তম এপিসোড প্রকাশ হয়। এটি দেশব্যাপী গড়ে ২০.২ শতাংশ রেটিংয়ের রেকর্ড করেছে, যা শনিবারের জন্য সর্বোচ্চ দর্শক রেটিং।

যদিও শনিবারের রেটিংগুলি অনুষ্ঠানের রবিবারের রেটিংগুলির তুলনায় সামান্য কম। তবে এটি শনিবার ২০ শতাংশের মাইলফলক অতিক্রম করেছে। 

1
‘কুইন অফ টিয়ারস’

এর আগে ১৪ এপ্রিল, কিম সু-হিউন এবং কিম জি-ওন অভিনীত জনপ্রিয় রোমান্স ড্রামাটি এর ১২তম পর্বের সম্প্রচারের সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ দর্শক রেটিংয়ে পৌঁছায়। নিলসেন কোরিয়ার রিপোর্ট অনুসারে, সিরিজের ১২তম পর্বটি দেশব্যাপী গড়ে ২০.৭ শতাংশ রেটিং অর্জন করে।

প্রথমবার এটি ২০ শতাংশ রেটিং অতিক্রম করে এবং শোটি এখন পর্যন্ত দর্শকসংখ্যার জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। এখন দেখার বিষয় হচ্ছে, কুইন অব টিয়ারস এ যাবৎকালের সবচেয়ে বেশি রেটিংপ্রাপ্ত ‘ক্র‌াশ ল্যান্ডিং অন ইউ’কে ছাড়িয়ে যেতে পারবে কি না, যা ২০২০ সালে সর্বোচ্চ ২১.৭ শতাংশ দেশীয় রেটিং অর্জন করেছিল। 

দর্শকপ্রিয়তার নিরিখে টিভিএনের ইতিহাসে শীর্ষ ধারাবাহিকের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল ‘গবলিন’। গবলিনও মুক্তির পর থেকে তুমুল ঝড় তুলেছিল। সিরিজটি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

‘গবলিন’কে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ‘কুইন অব টিয়ারস’। এর আগে তৃতীয় অবস্থানে থাকা ২০১৫ সালে আরেক জনপ্রিয় কোরীয় ধারাবাহিক ‘রিপ্লাই ১৯৮৮’-কে পেছনে ফেলেছে ‘কুইন অব টিয়ারস’। 

২০২৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ড্রামাটিতে বুঁদ হয়ে আছেন কে-ড্রামার অনুরাগীরা। হু হু করে ধারাবাহিকটির দর্শক বাড়ছে; নেটফ্লিক্সের শীর্ষ তালিকায়ও ছিল ধারাবাহিকটি। এক দম্পতির মধ্যে ভালোবাসা, বিচ্ছেদ ও পারিবারিক সংকটের গল্পে ‘কুইন অব টিয়ারস’ নির্মাণ করেছেন জং ইয়ং উ ও কিম হি উন। মূল ভূমিকায় অভিনয় করেছেন হালের সেনসেশন কিম জি-ওন এবং কিম সু-হিউন।

টিভিএনের ধারাবাহিকের তালিকার শীর্ষে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’। ২০১৯ সালে প্রচারে আসা ধারাবাহিকটি নির্মাণ করেছেন লি জুং হিয়ো। এতে অভিনয় করেছেন হিউন বিন ও সন ইয়ে জিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877