শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গরমে বাড়ির ছাদ ও ছাদ বাগান ঠান্ডা রাখতে ‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’ প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ জাতিসংঘে ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব গৃহীত সৌদিতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ ‘নীলচক্র’ কি নীল হবে না রক্তের রঙ লাল হবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর ইরানের নিষেধাজ্ঞা তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, ৩ জন সাময়িক বরখাস্ত ভোটের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় নয়: ইসি রাশেদা
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দুপক্ষের টানাটানি

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দুপক্ষের টানাটানি

স্বদেশ ডেস্ক

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরাখাস্ত করা হয়েছে। ‘প্রশাসনিক দায়িত্ব লঙ্ঘনের’ অভিযোগে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। এমনকি মন্ত্রিত্ব থেকে বরখাস্তের পর নাজলা মাঙ্গুশের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, লিবিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের একজন মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈদেশিক নীতির বিষয়ে তিন সদস্যবিশিষ্ট ক্ষমতাসীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কারও সঙ্গেই আলোচনা করেননি নাজলা মাঙ্গুশ। পরে শনিবার তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। তবে তাৎক্ষণিকভভাবে এর বেশি কোনো তথ্য দেনটি ওই মুখপাত্র।

এদিকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের এই সিদ্ধান্তের ব্যাপারে তাৎক্ষণিকভাবে এখনো কোনো মন্তব্য করেননি মাঙ্গুশ। তবে লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় ঐকমত্যের সরকার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। রবিবার ভোরে এক বিবৃতিতে নিজেদের ওই সিদ্ধান্তের কথা জানায় লিবীয় সরকার। ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের কাজের প্রশংসাও করেছে।

সরকারের দাবি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নাজলা মাঙ্গুশ দায়িত্বপালন অব্যাহত রাখবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাহী কর্তৃপক্ষের সদস্যদের নিয়োগ বা বরখাস্তের কোনো বৈধ অধিকার নেই প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের। একই সঙ্গে কারও বিরুদ্ধে তদন্তেরও অধিকার নেই তিন সদস্যবিশিষ্ট ওই ক্ষমতাসীন কাউন্সিলের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877