স্বদেশ ডেস্ক:
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি। সম্প্রতি তার পরিবারের কয়েকজনের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। এর জের ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাননি জেন সাকি। আজ এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
এক বিবৃতিতে জেন সাকি বলেছেন, গতকাল রোববার তার শরীরে করোনা শনাক্ত হয়। গত বুধবার থেকে তিনি বাইডেন বা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি দেখা করেননি। সর্বশেষ দেখা করার পর চার দিন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
করোনা সংক্রমিত হলেও তার শরীরে উপসর্গগুলো অতটা জটিল নয় বলে জানিয়েছেন জেন সাকি। এই মুহূর্তে তিনি বাসা থেকে কাজ করছেন। জেন সাকি বলেন, করোনার পরবর্তী পরীক্ষা করানোর আগে তিনি ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। সব ঠিকঠাক থাকলে এরপর হোয়াইট হাউসে ফিরবেন তিনি।
এদিকে, সবশেষ গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করেছিলেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। তবে সে সময় স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, বাইডেনের সঙ্গে দেখা করার সময় তারা ছয় ফুটেরও বেশি দূরত্বে বসে ছিলেন, এছাড়া তাদের মুখে মাস্ক ছিল।
এদিকে গত সেপ্টেম্বরেই করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন। গতকাল রোববার তিনি ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন। আগামীকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগো কপ-২৬ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।