স্বদেশ ডেস্ক:
পাকিস্তান দলে একাধিক বদল। শোয়েব মালিক, সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ফিরিয়েছে তারা। প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মতে ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
আফ্রিদি টুইট করে লেখেন, ‘টি২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় ভূমিকা নিতে পারে ও।’ সোহেব মাকসুদ চোট পাওয়ায় শোয়েবকে দলে নিয়ে এসেছে পাকিস্তান। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৫ জনের দলে সরফরাজ, হায়দার আলি এবং ফাখার জমানকেও আনা হয়েছে।
টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৪ অক্টোবর। আফ্রিদির বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।’
বিশ্বকাপের মঞ্চে মোট ১২ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। প্রতি বারই হারতে হয়েছে পাকিস্তানকে। টি২০ বিশ্বকাপে ভারত এগিয়ে ৫-০ ম্যাচে।
সূত্র : আনন্দবাজার