শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

দশমিনায় পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

দশমিনায় পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

মন্দিরে ‘ঠাকুর পূজা’ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামে মৃত সুকুরঞ্জন কবিরাজের ছেলে শুলিন কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মন্দিরের খেচি গেট খুলতে গিয়ে বিদ্যুৎ তারের সাথে পুষ্প রানী জড়িয়ে পড়েন। এ সময় তার স্বামী শুনিল কবিরাজের ডাকে সাড়া না দেয়ায় স্ত্রীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই দম্পতিকে মৃত্যু ঘোষণা করেন।

এই দম্পতির দুই ছেলে রয়েছে। একসাথে মা-বাবার মৃত্যুতে বাড়িতে দুই ছেলের শোকের মাতম চলছে। তাদের সাথে কান্নায় ভেঙে পড়েছেন অন্য স্বজনরাও।

রনগোপালদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির সিকদার এ তথ্য জানিয়েছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর মন্দিরের বিদ্যুৎ ওয়ারিং লাইনের তার লিক থেকে মন্দিরের লোহার গেট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইসাথে দম্পতির মৃত্যুতে কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877