স্বদেশ ডেস্ক:
প্রথমবার ওমান সফরে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের সবকয়টি ম্যাচই দেশটিতে অনুষ্ঠিত হবে। যার কারণে দুই সপ্তাহ আগেই ওমানে পাড়ি জমান ক্রিকেটাররা। দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন তারা। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচের শেষের দিকে মরুর দেশটিতে কুয়াশার কবলে পড়েছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উতরে গেছে টাইগাররা, এমনটাই জানালেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ওমান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেন,‘দ্বিতীয় ইনিংসে পাঁচ ছয় ওভার যাওয়ার পর মাঠ ভেজা ছিল। কিছুটা কুয়াশা ছিল, যেটা চিটাগাংয়ে বিপিএল খেলার সময় পেতাম, আশা করিনি। তারপরও এডজাস্ট করেছি যেহেতু চিটাগাংয়ে বিপিএল খেলেছি ডিউয়ের মধ্যে। ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছি।’
প্রথমবার হলেও ওমান এ দলের সঙ্গে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ। ব্যাট হাতে লিটন, নাঈম, সোহানের পর বল হাতে দারুণ করেছেন শরিফুল ও সাইফউদ্দিন। বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট শিকার করা এই পেসার বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওমানে এসেছি। কন্ডিশনটা একটু অচেনা ছিল। তারপরও প্রথম তিন চারদিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। যদিও আমরা দিনে অনুশীলন করেছি, রাতে তেমন সুযোগ ছিল না।’
টি-টোয়েন্টি ক্রিকেটে যে কেউ জিততে পারে। এখানে বড় কিংবা ছোট দল বলে কাউকে চিন্তা করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আসলে প্রতিপক্ষ কে সেটা আমরা কখনোই খুব বেশি চিন্তা-ভাবনা করি না। কারণ প্রতিটা প্রতিপক্ষকে আমরা দুর্বল ভাবি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচে হারার সম্ভাবনা থাকে। আমরা প্রতিটা ম্যাচে নামি নিজের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি। সবাই জানে ঘরের মাঠে সবসময় শক্তিশালী সবাই। যদিও আমরা বড় টার্গেট দিতে পেরেছি ওমানকে, যার কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল।’