স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মুসলিমদের ওপর বিদ্বেষপূর্ণ আচরণ বেড়ে গেছে।
গত সপ্তাহে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, দেশটিতে ৬৮ শতাংশ মুসলিম ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন। খবর আরব নিউজের।
এতে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছেন মুসলিম নারীরা।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ জরিপ চালায়। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭.৫ শতাংশ মুসলিম এসব ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন।
এক হাজার ১২৩ জনের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৭৬.৭ শতাংশ মুসলীম নারী এবং ৫৮.৬ শতাংশ মুসলিম পুরুষ ইসলামভীতির কারণে দেশটিতে ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন।
জরিপে ৯৩.৭ শতাংশ মুসলিম জানিয়েছেন, ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে তারা মানসিক পিড়ায় ভুগছেন।
দুই দশক আগের ৯/১১ হামলার পর থেকে একটি গোষ্ঠী সমাজে ইসলামভীতি ছড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্ষেপিয়ে তুলছে।
যুক্তরাষ্ট্রে এ বছর মুসলিমদের ওপর ৫ শতাধিক হামলার ঘটনা ঘটেছে।