রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

দুই বছর পর সেরা দশে সাকিব

দুই বছর পর সেরা দশে সাকিব

স্পোর্টস ডেস্ক:

সাম্প্রতিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এইতো কিছুদিন আগেই নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসন ফিরে পেয়েছিলেন তিনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগেই নিজের দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন এই অলরাউন্ডার।

দীর্ঘ দুই বছর পর বোলারদের র‌্যাকিংয়ের ৬২৮ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে অলরাউন্ড র‌্যাকিং আরও পোক্ত করলেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী থেকে ৬ পয়েন্ট বেশি পেয়ে ২৯১ রেটিং নিয়ে এক নম্বর স্থান পোক্ত করেছেন তিনি।

বুধবার প্রকাশিত এই তালিকায় ৬১৪ রেটিং নিয়ে নিজের দশম স্থান ধরে রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে সবশেষ প্রকাশিত এই তালিকায় বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান। চলতি সিরিজে বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলা মেহেদী ৬৭ ধাপ এগিয়েছেন। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877