মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

শীর্ষে আফরান নিশো ঈদের তারকা

শীর্ষে আফরান নিশো ঈদের তারকা

স্বদেশ ডেস্ক:

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই নাটকের সবচেয়ে বড় উৎসব। করোনা প্রকোপের মধ্যেও এবার থেমে ছিল না ঈদ নাটকের পসরা। বিগত কয়েকটি ঈদের মধ্যে এবারই অনেক বেশি নাটক প্রচার হয়েছে। এর বেশিরভাগ জনপ্রিয় নাটকেরই অভিনেতা ছিলেন আফরান নিশো। তাই বলা যেতে পারে, ঈদের শীর্ষ অভিনেতা তিনিই। দুই ধরনের দর্শকের কাছেই এবার নিশো ছিলেন দারুণভাবে সমাদৃত। সমালোচকদের দৃষ্টিতে তিনি সেরা অভিনেতা আবার জনপ্রিয়তার বিচারেও সেরা।

সমালোচকদের চোখে এবার নিশোর গ্রহণযোগ্য নাটকগুলো হচ্ছে ‘চিরকাল আজ’, ‘কায়কোবাদ’, ‘পুনর্জন্ম’ প্রভৃতি। নাটক তিনটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আবার কাজল আরেফিন অমির ‘আপন’ সব ধরনের দর্শকের ভালো লেগেছে। আর ভিউ? এই বিচারেও সেরা নিশো। তার অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘হ্যালো শুনছেন’ এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক।

নাটকটি চার মিলিয়নের বেশি দর্শক এরই মধ্যে দেখে ফেলেছে। আবার সবচেয়ে দ্রুতগতির ভিউয়ের নাটকও নিশোর। জাকারিয়া সৌখিনের ‘এক মুঠো প্রেম’ ১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করেছে। দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত ভিউ পাওয়া নাটকটিও তার- ‘হ্যালো শুনছেন’। এটি ১৬ ঘণ্টায় মিলিয়ন পার করেছে। সব মিলিয়ে সেরা একটি ঈদ পার করেছেন নিশো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি ভালো কিছুর আশায়। এভাবে নিয়মিত শিখছিও। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চেষ্টা করে যেতে চাই, শিখে যেতে চাই।’ নিশোকে বলা হয়ে থাকে ভার্সেটাইল অভিনেতা। ঈদে তার এই ভার্সেটাইল সত্তার সর্বোচ্চ উদাহরণ দেখা গেছে।

বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় চরিত্রে তিনি নিজেকে মেলে ধরেছেন। যেমন- ‘পুনর্জন্ম’ নাটকে উন্মাদ স্বামী, ‘কায়কোবাদ’ নাটকে কাঠমিস্ত্রি, ‘হ্যালো শুনছেন’ নাটকে চাকরি খুঁজে বেড়ানো অদ্ভুত যুবক, ‘শুষ্কং কাষ্ঠং’ নাটকে রসকষহীন স্বামী আবার ‘এক মুঠো প্রেম’ নাটকে কবি। এ রকম অসংখ্য উদাহরণ রয়েছে।

এই ঈদ নিশোর সবচেয়ে ভালো গেলেও তিনি এবারই সবচেয়ে কম কাজ করেছেন। লকাডাউনের কারণে খুব বেশি নাটকে অভিনয় করতে পারেননি। মাত্র ১০টি নাটকে অভিনয় করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877