বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

ভারতে ফের ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই, হটস্পট কেরলা!

ভারতে ফের ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই, হটস্পট কেরলা!

স্বদেশ ডেস্ক:

ভারতের বেশিরভাগ রাজ্যে করোনার সংক্রমণ কমে এসেছে। পর পর চার দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছে ৪১ হাজার ৬৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো তিন কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন। তবে দেশটির এই নতুন আক্রান্তের বেশিরভাগই হচ্ছে কেরলায়। গত ২৪ ঘণ্টায় শুধু ওই রাজ্যেই আক্রান্ত হয়েছে ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ছয় হাজার ৬০০, অন্ধ্রপ্রদেশে দুই হাজারের কিছু বেশি। কর্নাটক ও তামিলনাড়ুতে দু’হাজারের কম। ওড়িষ্যায় দেড় হাজার ও আসামে হাজারের কাছাকাছি।

বাকি সব রাজ্যেই সংক্রমণ হাজারের নিচে রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যতে অবশ্য সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে গত কয়েক দিনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এনিয়ে দেশটিতে মোট চার লাখ ২৩ হাজার ৮১০ জনের প্রাণ গেল করোনায়। দৈনিক মৃত্যুতে মহারাষ্ট্রে ২০০-এর বেশি, কেরলে ১০০-এর বেশি ও ওড়িষ্যায় ৫০-এর বেশি। বাকি সব রাজ্যে তা ৫০-এর কম।

তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। গত কয়েক দিনে এই সংখ্যা বেড়ে চার লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছে চার লাখ আট হাজার ৯২০ জন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877