সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত

স্বদেশ ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে দুই চালকসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চার জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর মডার্ন মোড় এলাকার বাবু মিয়ার স্ত্রী সাম্মী আকতার (৩৯) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ীর অটোরিকশা চালক সবুজ মিয়া (৩০)। নিহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন- রংপুর গারাগাছ উপজেলার বাংলাবাজারের আনারুলের ছেলে শাহ আলম (৪৫), জিন্টু (৩০) ও ভোলা মিয়া (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পলাশবাড়ী অভিমুখে যাচ্ছিল। অটোরিকশাটি পলাশবাড়ী পৌরশহরের প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সংলগ্ন মহাসড়কে পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই চালকসহ তিন জন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পলাশবাড়ী ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877